Created By:
manager@sec13.com
Created:
July 29, 2025 at 18:19
Approved By:
secretary@sec13.com
Approved:
July 29, 2025 at 18:24
Notice Content
আমাদের সকল সম্মানিত সদস্যদের জানানো যাচ্ছে যে, উত্তরা ১৩ ওয়েলফেয়ার সোসাইটি-এর ডিজিটাল কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সহজতর করার লক্ষ্যে একটি নতুন ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।
🌐 আমাদের অফিসিয়াল ওয়েবসাইট: uttara13.org
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিম্নোক্ত সেবাসমূহ গ্রহণ করতে পারবেনঃ
✅ সদস্য রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেট
✅ মাসিক চাঁদা ও অন্যান্য ফি প্রদান
✅ অভিযোগ ও পরামর্শ জমা দেওয়া
✅ সভার সময়সূচি ও নোটিশ দেখা
✅ সোসাইটির বিভিন্ন তথ্য ও আপডেট
আমরা আশা করছি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সেবাদান আরও দ্রুত, স্বচ্ছ এবং কার্যকর হবে।
📞 বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন: 01758051820
উত্তরা ১৩ ওয়েলফেয়ার সোসাইটি
আপনার সহযোগিতা আমাদের অনুপ্রেরণা।