Message from the Secretary

A personal reflection on our mission, values, and commitment to
serving Bangladesh's most vulnerable communities.

Rasel Parves
Rasel Parves
Acting Secretary General
Sector 13 Welfare Society
Assalamu Alaikum and warm greetings,
সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য এক গর্বের ও দায়িত্বশীল অভিজ্ঞতা। সেক্টর ১৩ শুধুমাত্র একটি আবাসিক এলাকা নয়—এটি একটি সচেতন, সংগঠিত ও ভবিষ্যতমুখী সমাজ ব্যবস্থার প্রতীক। আমরা স্বচ্ছতা, ডিজিটাল রূপান্তর, নিরাপত্তা, এবং সর্বজনীন সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি—সকল বাসিন্দার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি আধুনিক ও টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। প্রতিটি কণ্ঠস্বর যেন শোনা যায় এবং প্রতিটি সমস্যার কার্যকর সমাধান হয়—এই নীতিতেই আমরা অগ্রসর হচ্ছি। আসুন, আমরা সবাই মিলে উদ্ভাবনী চিন্তাধারা, সততা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সেক্টর ১৩-কে রাজধানীর সর্বোত্তম এবং অনুকরণীয় সেক্টরে পরিণত করি। আপনাদের সহযোগিতা ও সম্পৃক্ততাই আমাদের মূল শক্তি।
শুভেচ্ছান্তে,
রাসেল পারভেজ

ভারপ্রাপ্ত মহাসচিব, সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি

Lutfur
Mohammad Lutfur Rahman Talukdar
Security Secretary
Sector 13 Welfare Society
Assalamu Alaikum and warm greetings,
নিরাপত্তা কোনো বিকল্প নয়, এটি আমাদের ভিত্তি। সার্বক্ষণিক নিরাপত্তা, স্মার্ট নজরদারি ও আস্থাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
শুভেচ্ছান্তে,
মোঃ লুৎফর রহমান তালুকদার

নিরাপত্তা সম্পাদক, সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি

Mohammad Dulal Uddin
Mohammad Dulal Uddin
Sports Secretary
Sector 13 Welfare Society
Assalamu Alaikum and warm greetings,
খেলাধুলা গড়ে তোলে শৃঙ্খলা, বন্ধুত্ব ও সুস্বাস্থ্য। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা করবো।
শুভেচ্ছান্তে,
মোহাম্মদ দুলাল উদ্দিন

ক্রীড়া সম্পাদক, সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি

Mahmud
Prof. Sheikh Mahmud Alam
Education Secretary
Sector 13 Welfare Society
Assalamu Alaikum and warm greetings,
জ্ঞানই সমাজের আসল শক্তি। সেক্টর ১৩-তে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিক্ষার্থী উৎসাহ ও প্রতিভা বিকাশে কাজ করে যাবো।
শুভেচ্ছান্তে,
অধ্যাপক শেখ মাহমুদ আলম

শিক্ষা সম্পাদক, সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি

Jewel
Mohammad Azharul Islam Jewel
Cleaning Secretary
Sector 13 Welfare Society
Assalamu Alaikum and warm greetings,
পরিচ্ছন্নতা আমাদের সংস্কৃতির প্রতিফলন। নির্ধারিত সময়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা পরিচ্ছন্ন সমাজ গড়বো।
শুভেচ্ছান্তে,
মোঃ আযহারুল ইসলাম জুয়েল

পরিষ্কারক সম্পাদক, সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি
হটলাইন