Message from the President

A personal reflection on our mission, values, and commitment to
serving Bangladesh's most vulnerable communities.

Brig Gen Md Zahid Hossain, PhD (Retd)
Brig Gen Md Zahid Hossain, PhD (Retd)
President
Sector 13 Welfare Society
Assalamu Alaikum and warm greetings,
সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য এক গর্বের বিষয় এবং একটি মহান দায়িত্বও বটে। আমাদের লক্ষ্য হলো একটি নিরাপদ, পরিচ্ছন্ন, সুপরিকল্পিত ও মানবিক সমাজ গঠন করা—যেখানে সকলে সম্মিলিতভাবে বসবাস করবেন এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা উপভোগ করবেন। স্বচ্ছতা, স্বেচ্ছাসেবা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা অংশগ্রহণমূলক উন্নয়নে বিশ্বাস করি। সেক্টর ১৩ একটি সচেতন ও সংগঠিত সমাজের প্রতিচ্ছবি, যা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। ঐক্য, সহমর্মিতা ও উদ্ভাবনের মাধ্যমে আমরা একটি উদাহরণ স্থাপন করতে পারি—এটি আমাদের বিশ্বাস। আসুন, আমরা সবাই মিলে সততা ও সম্মানের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গড়ে তুলি, যা গোটা দেশের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
শুভেচ্ছান্তে,
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ হোসেন, পিএইচ.ডি (অব.)

সভাপতি, সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি

Brig Gen Md Zahid Hossain, PhD (Retd)
Engr. Mohammad Abdul Latif
Vice President
Sector 13 Welfare Society
Assalamu Alaikum and warm greetings,
আমরা ঐক্য, সহযোগিতা ও পরিকল্পিত অগ্রগতির পক্ষে। সম্মিলিতভাবে সেক্টর ১৩-কে একটি দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ নাগরিক নেতৃত্বের প্রতীক হিসেবে গড়ে তুলবো।
শুভেচ্ছান্তে,
ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল লতিফ

সহ-সভাপতি, সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি
হটলাইন